কেউ দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না

কেউই দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিধান আনা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, যারা ৩১ দফা দিয়েছেন তারা ক্ষমতায় গেলে আসলেই কি তা বাস্তবায়ন করবেন? তত্ত্বাবধায়ক যদি হয়, বিএনপি জোট যদি ক্ষমতায় আসে তাহলে তারাই কিন্তু এটা বাতিল করে দেবে। আওয়ামী লীগ যেমন করেছে। অনেকগুলো দফা তারা দেয়। পরবর্তীতে তারাই সেটা মানে না। রাজনৈতিক দলগুলোকে মানুষ আস্থায় আনতে পারছে না।

রোববার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সমঝোতা না কি সহিংসতা: কোন পথে আমরা?’ শীর্ষক এক ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতার ঝুঁকিই হচ্ছে স্বৈরচারী হয়ে যাওয়া। এজন্য সব সময় ক্ষমতাকে পাহারা দিয়ে রাখতে হয়। কিন্তু আমাদের কোথাও এই জায়গা তৈরি হচ্ছে না। নষ্ট হয়ে গেছে।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাত মোকাবিলায় ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা।