আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে।
ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
আবার কিছু সময় ভাইরাল হয়ে যায় অদ্ভুত হাসির ভিডিও। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল এমনি একটি হাসির ভিডিও, যা দেখে হাসতে বাধ্য হবেন আপনি।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক সাপুড়ে একটি দোকানের বাইরে বিন বাজাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই একজন লোক সাপের মতো ফণা ছড়িয়ে দোকান থেকে বেরিয়ে আসে এবং বিনের সুরে নাচতে থাকে। বিনের সুরের তালে ওই ব্যক্তি দোলা খেয়ে নাচতে থাকে। এমনকি সে মাঝে মাঝে হাত দিয়ে ফনার অঙ্গভঙ্গি করে ছোবল মারার চেষ্টা করে। এই ভিডিও দেখে হাসির রেষ থামাতে পারেননি নেট নাগরিকরা।
ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়েছে। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন ইতিমধ্যেই। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এবং লোকেরা এটিকে অনেক পছন্দও করছে।
এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রাম বাটারফ্লাই__মাহি নামের পেজ থেকে। ভিডিওটি এখন পর্যন্ত ১ হাজারের বেশি লাইক পেয়েছে। এছাড়াও প্রচুর মানুষ কমেন্ট করছেন এবং ভিডিওটিকে শেয়ার করছেন।