পদ্মার রুই, কেজি ২৬০০ টাকা

শুক্রবার বেলা সোয়া ১১টা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর এলাকা। সেখানে পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ শিকার করছিলেন জেলে মমিন শেখ ও তার সঙ্গীরা। এ সময় ওই জেলের জালে ধরা পড়ে বিশাল অকারের একটি রুই মাছ।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্রি করতে মাছটি তিনি নিয়ে যান দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার রওশন মিয়ার মাছের আড়তে। সেখানে মাছটি মেপে দেখা হয়, যার ওজন ১১ কেজি ১০০ গ্রাম। উন্মুক্ত নিলাম ডাকে রুই মাছটি ২৮ হাজার ৮৬০ টাকায় বিক্রি করেন ওই জেলে।

রুইটির ক্রেতা দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বলেন, ‘পদ্মার এমন আকারের তাঁজা রুই মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই ২৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে ফেরিঘাটের পন্টুনের পাশে নদীতে জিঁইয়ে রেখেছি। খদ্দের পেলে সামান্য লাভে ওই রুই মাছটি আমি বিক্রি করব।’

জেলে মমিন শেখ বলেন, ‘পদ্মা নদীতে পানি ও স্রোত অনেক কমে গেছে। নদীতে এখন আর আগের মতো বড় বড় মাছ সহসা ধরা পড়ছে না। অনেক দিন পর আজ আমার জালে বড় এই রুইটি ধরা পড়েছে। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুশি।’