আমি শাকিবের মুখ থেকে উফ বলতে শুনিনি : মিমি

আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘তুফান’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। সিনেমাটির প্রচার উপলক্ষে বুধবার (১২ মে) ঢাকায় উড়ে এসেছেন এই অভিনেত্রী। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

Google news
সংবাদ সম্মেলনে মিমি বলেন, ‘বাংলাদেশে আসার পর সবাই ‘অতিথি’ বলছে। কিন্তু আমি তো তেমন মনে করি না। আমার ভাষা বাংলা, আপনিও বাংলায় কথা বলেন। আমি বিশ্বাস করি, আমরা সবাই বাঙালি। আমাকে ‘বাংলাদেশের অতিথি’ বলবেন না। আমি আপনাদের মেয়ে, আপনাদের বন্ধু, আপনাদেরই বোন। আমার পাশে থাকবেন, হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামীতে আপনাদের আরও ভালো সিনেমা উপহার দিতে পারি।’

এ সময় শাকিবের প্রশংসা করে মিমি চক্রবর্তী বলেন, ‘আমরা যখন শ্যুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরে ছিল। এত গরমের মধ্যেও একবারও আমি ওর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি। একজন ভালো কো-স্টারের সাথে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়।’

দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়ে মিমি বলেন, ‘‘তুফান’ আমার প্রথম বাংলাদেশি সিনেমা। আমি এ সিনেমাটা নিয়ে খুব আগ্রহী। কারণ আপনাদের সবার প্রিয় শাকিব খান রয়েছেন এখানে।’’

এ সময় চঞ্চল চৌধুরী বলেন, ‘শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল অনেক দিরেন। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।’

সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘ক্লাসিক্যাল ও কর্মাশিয়াল দুইয়ের কম্বিনেশনে এ সিনেমা। গান ও ট্রিজার মুক্তির পরে বিশ্বের বিভিন্ন দেশের কনটেন্ট ক্রিয়েটররা রিভিউ দিচ্ছে। এ তুফান শুধু বাংলাই নয়, এ তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে। এ তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে।’

রায়হান রাফির পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। এই সিনেমায় শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।