‘আয়নাঘর’ নিয়ে মুখ খুললেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

নিউমার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আট দিন রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন।

এর আগে জিয়াউল আহসানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রিমান্ড শুনানিতে এক আইনজীবী বলেন, ‘আজকের আসামি অমানুষ। আয়নাঘরের কারিগর। জনগণের গলাচিপে ধরেছেন। হাজার হাজার গুম-খুনের সঙ্গে জড়িত।’

এ সময় জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন, তার মক্কেল কখনও ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন না। তিনি ‘আয়নাঘর’ বানাননি।

একপর্যায়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বিচারককে বলেন, ‘৭ আগস্ট আমাকে তুলে নেয়া হয়। আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম। আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ। আমার হার্টের ৭০ ভাগ ব্লকড। আমাকে স্বেচ্ছায় অবসর দেয়া হয়েছে। আমি কখনও ধানমন্ডিতে যাইনি। এনটিএমসি কেবল ডিজিটালি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। আমার নামে আগে কখনও মামলা হয়নি।’

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।